আমার ভাইয়ের লাল রক্তে লাল হলো এই ভূমি
যে ভূমিতেই ঘুমিয়ে আছে হাজারো যোদ্ধাপ্রেমী।
যে ভূমিকেই করেছে স্বাধীন রক্ত হলো বন্ধ,
সেই ভূমিকেই লাল করেছে ছড়ালো লাশের গন্ধ।
পাক হানাদার করেছে ক্ষতি আমার সোনার বাংলায়
সেই বাংলা লাল হয়েছে স্বদেশী ভাইয়ের হামলায়।
যে বাংলা করেছে স্বাধীন হয়েছি মুক্ত পাখি ,
সেই বাংলায় ফের রক্ত ঝড়ে কাঁদে যে মায়ের আঁখি।
যে ছাত্রের লাল রক্তে পেলাম বাংলা ভাষা
আজ সেই ছাত্রের রক্ত ঝড়ে হারাই সকল আশা।
যে ভরসায় সালাম, রফিক পেতে দিয়েছে বুক,
সেই ভরসায় হারিয়ে গেল শত সাঈদের মুখ।
ভাবিনি কখনো লাল হবে ফের প্রিয় বাংলা আমার
অথচ দেখো লাল হয়েছে জমেছে লাশের পাহাড়।
আকাশ-বাতাস ক্রন্দনে কাঁপে, মায়ের হৃদয় পোড়া,
তাকিয়ে দেখো ফুটেছে দেশে আবারও কৃষ্ণচূড়া।