আবার সকাল হবে আঁধার পেড়িয়ে
আমরা হাসবো সেদিন_
মিলবো জয়ের মিছিলে,
পাখিরা ছুটবে স্বাধীন বেশে
আকাশে বাতাসে ধ্বনিত হবে মুক্তির গান।
শিশুরা হাসবে বাবা ফিরেছে,
মায়েরা হাসবে ছেলে ফিরেছে,
বোনেরা হাসবে ভাই ফিরেছে,
বৃদ্ধরা হাসবে, বুকে নিয়ে বলবে
এইতো বাংলার দামাল ছেলে।
দেশে-বিদেশে, বাড়িতে, গাড়িতে,
বাজারে, বন্দরে, স্কুল-কলেজ-ভার্সিটিতে,
রেডিওতে, টেলিভিশনে, মোবাইল স্ক্রিনে,
গ্রাম্য চায়ের আড্ডায়, শহুরে যানজটে
বাজবে সেদিন বিজয়েরই গান।
কত রক্ত! কত ক্ষত! কত অশ্রু!
কত পড়েছে আমার ভাইয়ের লাশ!
সেসব মনে গেঁথে, শ্রদ্ধায় বুক ভরে
জানাবো হাজার সালাম,
আর বলবো-
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।'