রাজনীতি নামে মানুষ মেরে ঘটছে কত কি যে
আমার দেশের মানুষ এখন একটু শান্তি খোঁজে।
মিথ্যা মামলা হয়রানিতে কতজন গেল জেলে
এসব বলো বন্ধ হবে বিনিময় কি পেলে?
বাবা হারিয়ে সন্তানেরা কাঁদে গভীর রাতে
বলো একটু এসব করে কি লাভ হবে তাতে?
বাবার কাঁধে ছেলের লাশটি দেখে সকল লোকে
কত বাবা-মা কাঁদে আজও ছেলে হারানো শোকে।
এ কেমন রাজনীতি! নাই যে নিয়মনীতি,
যোগ্য নেতা আসুক দেশে কাটুক সবার ভীতি।।

মারধর আর খুন খারাবি হচ্ছে দেশে রোজ
কত নেতা আজ হাসপাতালে কত নেতা আছে নিখোঁজ।
গুলির আওয়াজে কত শিশুর ঘুম ভেঙ্গে যায় রাতে
এসব বলো কোন নিয়মে আছে রাজনীতিতে।
সত্য  কথা বললে দেখো আয়নাঘরে রাখে
ফাঁসির হুকুম দিয়ে দিলো তাই যখন যাকে তাকে।
সত্য কথা লিখলে তাকে পুলিশ ধরে মারে
টাকার বস্তা দেওয়ার পরে হাসি মুখে তাকে ছাড়ে।
এ কেমন রাজনীতি! নাই যে নিয়মনীতি,
যোগ্য নেতা আসুক দেশে কাটুক সবার ভীতি।।

চাঁদাবাজ আরে দুর্নীতিতে এগিয়ে তারা থাকে
টিভি চ্যানেল আর পত্রিকাকে হাতের মুঠোয় রাখে।
নিজেরা থাকে কোটিপতি আর জনগণ মরে ভাতে
দেশ-বিদেশে ভ্রমণ করে জনগণ পথে পথে।
ভোটের পূর্বে কত ভালো লোক, ভোটের পরে নাই
বিদেশে বসে আরামে থাকে, দেশে জনগণ ম*রে ছাই।
রাজনীতি নামে ধোঁকাবাজি করে মানুষ নয় তো ভালো
ওদের জন্যে দেশটা হলো অন্ধকারে কালো।
এ কেমন রাজনীতি! নাই যে নিয়মনীতি,
যোগ্য নেতা আসুক দেশে কাটুক সবার ভীতি।।