চার বছর আগে যখন প্রথম কবিতা লিখতে শুরু করি, তখনো জানতাম না, এই যাত্রা আমাকে কোথায় নিয়ে যাবে। শব্দের সাথে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল, অনুভূতি ঢেলে দিতাম কাগজে, আর কবিতাগুলো হয়ে উঠত আমার মনের আয়না। সময়ের সাথে ধৈর্য, সাধনা আর অনুভূতির মিশেলে একটার পর একটা কবিতা যুক্ত হতে থাকল আমার সংগ্রহে।
অবশেষে, আজ সেই মুহূর্ত—যখন আমার লেখা কবিতার সংখ্যা ২০০ ছুঁয়েছে! চার বছর ধরে লিখেছি ভালোবাসা, বেদনা, সমাজ, বাস্তবতা আর জীবনের নানা রঙ নিয়ে। কখনো শব্দেরা সহজে ধরা দিয়েছে, কখনো চিন্তার গভীরে ডুব দিতে হয়েছে। তবুও থামিনি, হার মানিনি।
এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, পড়েছেন, মতামত দিয়েছেন, উৎসাহ যুগিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। এই ২০০ কবিতা শুধু আমার নয়, বরং আমাদের সবার অনুভূতির একটা গল্প।
এই পথচলা এখানেই শেষ নয়, বরং নতুন এক যাত্রার সূচনা। আরও অনেক লেখা বাকি, আরও অনেক কথা বলা বাকি.....
আপনাদের দোয়ায় রাখবেন।❤️