শহিদ তুমি মৃত নও
সতত মোর মনে জীবিত হও,,
তোমার বুকের তাজা খুন
প্লাবিত হয়েছে রণাঙ্গন।
খুন-সমুদ্রে ডুবেছে লাশ
ভয় পাওনি ত্যাগে শেষ নিশ্বাস।
জালিমের ঐ ''উপল ঘায়ে''
বুক পেতেছ সে সময়ে,,
জুলুম অন্যায়ের অসৎ দূর্গ
তরবারি হাতে করেছ চূর্ণবিচূর্ণ।
স্বাধীনতার নাও বেয়েছো
খুন-সমুদ্রের রক্তস্রোতে।