*ভিক্ষুকের দ্বারে***
-মোঃ মাহাবুল্লাহ হাসান -


ভিক্ষুক হয়ে এক সমাদর তরে,
মানুষ ভেবেও সম্মান দিও তারে।
মোরা ভিখারী এক পথের দ্বারে,
অন্য ভিক্ষুকের তরে।
তব মোরা সার্থক নয়, যেন অন‍্য ভিক্ষুকের তরে।

মহাভয় হবে জয়,যখন শুনিবে তার বাণী।
বিপুলিত হয়ে রইবে সারা জীবন খানি।
তুমি সার্থক  নও, তব পরের তরে।
জীবনে শুধু তোমায় বারবার ফিরে।
যে করিবে তার ক্ষুদ্র-ক্ষীন্ন দান!
একদিন তারে লইয়ে পাবে যে সম্মান।
ঘাতন করিয়া তারে ডেকো না ভূলে,
নহে সেথা ঘানি টানিবে জীবন ভরে।
ঠাঁই নাই ঠাঁই নাই  নাহি বলে তারে!
জাহে  তুমি নিগ্ন তার পরে।

--কাদিরগঞ্জ বোয়ালিয়া রাজশাহী--