সুবর্ণ জয়ন্তীতে
মোঃ মাহাবুল্লাহ হাসান
আমি বিরহী এক সুবর্ণ আগ্রহী,
চেতনার কথা যেন মনের অশ্রুজলে।
“৫৬” এর বর্গ মাইল তুমি নায়ক বলে,
বঙ্গের রাজা তুমি সুবর্ণের ডাকে কালে।
হয়ে যাবে তোলপাড় থাকবে না ফাঁকে
সংগ্রামে তুমি চেতনার বাংলাদেশ।
জ্বলিত এক উজ্জ্বল প্রদীপের ফল,
যেথায় এই দেশের দূর্ভাগা হয়ে যাবে কাল
একাত্তরের রক্তঝরা কলরেডীও সাক্ষী।
থাকবেনা কূঁড়েঘরে একাত্তরের সংগ্রামে।
বর্ণের ব্যাসে বনার্ণীতে “৭১” এর জাতি,
ফিরেছে অর্ধশত সূবর্ণ প্রাপ্তি।
স্বাধীনতার ইতিহাসে “৭১” এ সাড়া,
সংগ্রামে চেতনার এক সুবর্ণ জয়ন্তীতে বাড়া।
পদ্মার ঢেউয়ে, যমুনার পাড়ে বিস্মৃত হয়ে,
চেয়ে থাকি সংগ্রামের দোড়ে।
বিরহের বার্তা পৌছে যাক ধীরে ধীরে,
আমি বিরহী এক সুবর্ণ আগ্রহী।
শত-শত আন্দলনে রক্তের ক্ষয়,
তবুও বাঙ্গালী বীরের জাতি করে না ভয়।
চেতনার আগ্রহে বেঁচে আছি সবাই,
অমান্য সেই দিনগুলো ফেলে হয়েছে জয়।
জাতি আজ পেয়েছে তাই,
আনন্দে সুবর্ণ জয়ন্তীর জয়।