আজও কি বাজবে না স্বাধীনতার বীণ,
যেথায় একাত্তরের পলক ঝরা রক্তের শত ঋণ।
আজও আমি অপেক্ষায় আছি একটি ডাকের, যেখায় হয়তো মিশে যাবো ঐ সেই হ্যাঁকের।
আজও আদি স্বপ্ন দেখি মহান দিবসের,
,আমিতো ভুলিনি সেই খরস্রোতা রক্তাক্ত মাসের।
এই বীরভূমে ব্যাকুল অধীরে সেই ফুল শোভিত হবে,
যেথায় একটি ফুলের সুবাসে জনমগ্নে মুখরিত সবে,
সেই দিন হবো নাকো জানি,
একদিন ছায়াময় হবে পথ-খানি।
অলক্ষ চেতনায় একটি স্বপ্ন নিয়ে,
গায়ক গাইবে তার অমর গানটি
, কবি সু-কন্ঠে বলিবে কবিতাখানি -
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"