কল্পনায় তুমি
-মোঃ মাহাবুল্লাহ হাসান-
স্বপ্নের ছলনায় তোমাকে ঘিরে,
মনের যত আশা'স্মৃতি গুলো বার-বার ফিরে।
তুমিতো রূপকথার স্মৃতিচারণ মন,
যেথায় আমি স্বপ্ন দেখে থাকি সারাক্ষণ।
দিবা স্বপ্নেই তুমি উচল চক্ষের সেই জন,
যেথায় আমি স্বপ্ন দেখে ভাবি সারাক্ষণ।
কল্পনা! তুমিতো চেতনার এক নয়ন,
যেথায় আমি গল্পের রূপকথার এক মন।
কাব্যের রূপকথায় তুমি অভীক জন,
তোমাকে গড়ে স্বপ্ন, শুধু দেখে এই মন।
অলপনায় তুমি বৃষ্টির ভেজা মেঠোপথে সেই জন।
চেতনার রাজ্যে তোমাকেই বার-বার খুঁজে নয়ন।
কল্পনা!তুমি বিশ্ব-কবির কাব্যের বাস।
যেথায়" ভিখারির" দুঃসময়ের "আশা" নিয়ে বিদায়ের" পরিণামে" শেষ।
কল্পনা তুমি ভোরের সূর্যের লালীমার বেশ,
যেথায় স্বপ্ন দেখে থাকি নিঃশেষ।