চাহিবার মনে যেন মনের বাহন,
আসিতেই তারে করিয়া মরণ।
স্মৃতিকর দিনভর,চাহিবার তরে,
মোরা আজ আছি যেন মনের অগোচরে।
নিরবোধী এক সন্ন্যাসীর,
অজানায় বয়ে যায় তার ঘোলা জল,
খরতরে বয়ে আসে পাহাড়ের ঢল।
বিচলিত নয় এক বিশ্বাসীরে,
না দেখিয়া তারে যেও না বিভোরে।
আন্তরিক্ত কাল সবই ভূলিয়া চল,
আগন্তুক হয়ে ক্ষলিত কাল।
খুলিয়া প্রান দড়িয়া মন,
অশ্রু হবে শোভিত ক্ষন।
আঁচলে বাঁধিয়া শোধন করিয়া মোরে,
সংশয় নাহি করে ভূলিয়া তরে।
কল্পনায় তুমি মেঘের আকাশে শিশিরে বেশ,
যেথায় স্বপ্ন দেখে মোরা হবো নিঃশেষ।