আজও কি বাজবে না স্বাধীনতার বীণ,
যেথায় শত ছাত্রের  পলক ঝরা রক্তের শত ঋণ।

আজও আমি অপেক্ষায় আছি একটি ডাকের, যেখায় হয়তো মিশে যাবো ঐ সেই হ‍্যাঁকের।

আজও আদি স্বপ্ন দেখি মহান দিবসের,
,আমিতো ভুলিনি সেই খরস্রোতা রক্তাক্ত মাসের।

এই বীরভূমে ব্যাকুল অধীরে সেই ফুল শোভিত হবে,
যেথায় একটি ফুলের সুবাসে জনমগ্নে  মুখরিত সবে,

বিরহের ক্ষনি কালে রক্তাতা,
পূবের বাতাসের পরে লালীমার বেশ.
আজও কি এই ধারা হবে না স্রোতময় রক্তের শেষ।
দিবাকর রাত্রি রক্তই বেশ.
আজও কি দেশে হবে না স্রোতময় রক্তের শেষ।

শত সংকিত আজ বিজয়ে উল্লেশিত,
উচ্ছসিত জাতি মহাপ্রলয়ের।
বিগ্রত হয়েও  আজ দলে অকাতরে,
পথে-পথে বিথরে উচ্ছসিত হয়ে বারবার ফিরে।