"বন্দি জীবন""
-মোঃ মাহাবুল্লাহ হাসান-
উৎসর্গঃ শিক্ষা জীবনে প্রথম কষ্টে কাটানো মেস এর জীবন কে নিয়ে।
শূন্যে আমার জীবন যাপন, আশায় স্বর্গে বাস।
নিত্য দিনে মনের মতো ফেলবো যত শ্বাস।
প্রকৃতি ছাড়া একাকিত্বে লাগেনা তো বেশ,
জীবন এবার নির্জনেতে হবো শেষ।
খাদ্যের সাথে বস্ত্র পান, শিক্ষার সাথে গান,
তবেই তুমি হবে নতুন সেই মেধাবান।
আলোক হীন এক দিনযাপনের চলে না তো আর,
জীবন শুধু প্রকৃতিময় ফিরবে যে আবার।
শূন্য জীবনের মূল্য অনেক ধন্য হবেই মন।
বন্দি জীবন থেকেই তুমি পাবে শান্তির ক্ষণ।