"বিজয়ে বুদ্ধিজীবী"
মোঃ মাহাবুল্লাহ হাসান
বিজয় মাঝে আনন্দতে দুঃখ হারা দেশ।
নির্ঘাতী সব সৈনিকেরা করল দেশের শেষ।
সুখ মাঝে তার' দুঃখ ভরা, বিজয় ফেরা দেশ।
হঠাৎ করে পড়লো ছায়া দেশের মাথা শেষ।
বুদ্ধি ফেরা নয়তো কেউ বা গড়বে স্বাধীন দেশ।
হয়তো এবার থাকবেনা কেউ বুদ্ধি হারা দেশ।
সংগ্রামে আর চেতনাতে অগ্রনায়ক বেশ।
সাহিত্যিক আর শিক্ষাবিদের মারলো হারে হারে।
রাইফেল আর মেশিনগান খই ফুটল সারে সারে।
একাত্তরের মার্চ শুরু ডিসেম্বরের শেষ
নয়টি মাসে সবে হারা নিথর তবো দেশ।
শ্মশান যেন রায়েরবাজার লাশে ভরা মিরপুর!
আনন কালে অধি মেলে হলো বিজয় ফেরা বুদ্ধিজীবীদের স্মরণ কালে অমান্য সেইদিন ঘেরা।