এক শর‌তে
--ম‌োঃ মাহাবুল্লাহ হাসান --


কাশফুল ‌যেন এক স্মৃতির কুল,
প‌শ্চিমা  গ‌োধূলী  ম‌োর ম‌নের মাধব‌ী ফুল।
সন্ধ্যার দ্বীপ্রহরে জে‌গে‌ছে শত রণ পতাকা,
উচ্ছা‌সিত প্রকৃতির মা‌‌‌ঝে , নি‌জে‌ক‌ে দেয় কত আশ‌া ।
দিবাকর রাত্রী ভে‌সে প‌শ্চিমা আকা‌শের দি‌কে,
র‌ক্তিম আকাশ যেন  এক রণ কাশফুলে।
রুদ্র আকা‌শের ত‌লে মা‌ঝি হব‌ো ব‌লে,
স্মৃতির এক  লক্ষগু‌লো র‌া‌‌খিব স্মরণ ক‌রে।
নিত‌্য তিয়াস কূ‌লে ডা‌কিব ‌তোমায় !
----- এক মা‌ঝি হ‌য়ে ‌বৈঠ‌ায়।-----
ডি‌ঙ্গি নয়, যেন এক পাল ত‌োলা নৌকায়্।
ত‌ু‌মি ম‌োর স্বপ্ন ভাঙ্গা ‌চি‌‌ঠিটা ‌দে‌খিবে কলমীর ডগায়।

মুগ্ধ বাতা‌সে নির হ‌বো আকা‌‌শে,
ডানা মে‌‌লে দে‌‌খিব ত‌োমায় কত রূপ লালসায়।
স্বপ্নের  ডানা গু‌লো মে‌লে দে‌খি আকা‌‌শে !
কতই না সুন্দর জননীর তৃন‌্যক‌ো‌ষে।