আমি সকালের পাজি, বিছানাতে করি মোচড়ামুচড়ি, এতে হয়, মা' হয়রানী।
ঘুমে যে কি করি, বালিশ আর আমি দুই মেরুতে শুয়ে থাকি।
কাঁথা রেখে বিছানার চাদরে পেঁচিয়ে, উত্তরে মাথা দক্ষিনে পা দিয়ে, নিচে পড়ে থাকি।
সূর্য মামার উপর প্রতিদিন রেগে থাকি, এতো সকালে ঘুম থেকে উঠে কেন বুঝিনা আমি।
সূর্যর জন্য আমিও ঘুমোতে না পারি, পারিতাম যদি, জাগিতে সূর্যকে দিতাম না আমি।
আমি সকালের পাজি মা'কে রেখে বাপকে ভয় করে প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি।
তবুও আমি আমার বাপকে ভালোবাসি।
আর মা'কে সে আর বলার আছে কী? আমার কলিজার টুকরার চেয়েও বেশি...
আমি মা'কে ভালোবাসি... আমিতো সকালের পাজি।
৬/১/২০১৬