নামমাত্র কম্পনে ভেঙ্গে পড়ল দেয়ালের টিউব লাইট।
বিচূর্ণ, বিচ্ছুরিত উচ্ছিষ্টতে পা কাটবে বলে ভয়ে গৃহিণীর কড়া আহ্বান-
শিশুরা ঢের দূরে থাকবে!
ঘরে অন্ধকার, বিদ্যুৎ সংযোগ থেকেও আলো নেই।
আলোর অভাবে জেগে বসছে শঙ্কারা,
টেবিলের আস্তানা থেকে বেড়িয়ে কোমর সোজা করছে,
জোরা দুয়েক মামদা ভূত।
খানিক আগেও যে বাল্বে আলো ছিল, শক্তি ছিল,
কয়েক মুহূর্তেই তা বন্ধ, একদম অকেজো।
ইলেকট্রিক মিস্ত্রির নম্বরে ফোন করতে যখন কর্তার তৎপরতা,
নষ্টকে পরিত্যাগ করতে সজাগ পরিবারের বড় কর্তা,
ভর্ৎসনার সুরে বুড়িটার কথা-
বয়স হলে মানুষেরাও বোধহয় নষ্ট টিউবলাইট হয়ে যায়।