প্রয়োজনে আবারো নেমে আসুক ঘুটঘুটে অন্ধকার!
ভ্যান্টিলেটরের ফাঁক গলে আসা আলোরাও
স্থূলকায় মেদ-ভুঁড়ির চাপে আটকে থাক
ধ্বসেও বেঁচে থাকা দেয়ালের ফাঁকে।
দরজার পাদ-বিন্দুতে সামান্য পথ পেয়েও
যে আলোরা আসতে নারাজ,
প্রশস্ত পথ আর লাল গালিচার সংবর্ধনা যাদের
আরামপ্রিয় জীবনের শান্তিহীন সম্মান
তাঁরা বরং একটু দূরেই থাক।
অন্ধকারের চার দেয়ালে একটু একটু করে
চাষ হোক- দুঃখ ভরা শোকের।
শোককে শক্তির নামে জীর্ণ আবর্জনাকে
যারা স্রোতে গা ভাসিয়ে ভক্তি করছে,
তাদের রুখে দাও, শান্ত কোরো।
ছারপোকাদের ড্রয়িং রুম ছেড়ে
দুদিনের মিরাকলে যারা এয়ারকুলার, গাড়ি
আর আফিস কর্মচারীদের নির্দেশ ছোড়ে
তাদের পছন্দে রেখো না।
বরং, ফার্নিশড কোয়ার্টারের নিস্তব্ধ ভয়াল রাত
যখন বারোবানিতার মায়ায় উত্তাপ ছড়ায়
নিজেকে শান্ত কোরো।
প্রবল প্রতিবাদের গুচ্ছিত শব্দমালাকে
সায়ানাইড ভিজিয়ে ছুড়ে দিও।
মাটির নামে শপথ করেও যারা
মাটি থেকে ঢের দূরে কল্পনার স্বপ্ন বেচে,
রাজনীতির কবি হয়েও যারা
মিথ্যে অলঙ্কারে সত্যকে ঘুসি মারে
তাদের জানিয়ে দিও- হাসপাতালের বিছানাতেও
জানখেকো ফেরেশতা আসে।