বোধহয় বেশ ক'টা দিন ধরেই নির্বাসনে ভালোবাসারা,
প্রেমিকার সাথে অবগাহন নেশারা সময়ের ভেদে লুণ্ঠিত।
ভালোবেসে ফুলের দেশে নিয়ে যেতে আশ্বস্ত করা প্রেমিকেরা
জগতের ভুলকে রুখে দিতে কর্মঠ, বরং খানিকটা ব্যতিব্যস্তও।
যে পুরুষ তার কাপুরুষতার কটাক্ষ বার্তাকে উপেক্ষা করে গোগ্রাসে ভাত গিলত
সেও আজকের বর্তমানে শ্রেণি-সচেতন, বিপ্লবী, বৈষম্যখুনি।
কয়েক চন্দ্রদিন পরেই বাগদানের আশ্বাসে ভাসা যে প্রেমিকা শঙ্কায় নিশ্চুপ
তার সাদা মনেও কাঁদুনে অনুভূতির কালো মেঘেরা পায়চারি করছে।  
রাষ্ট্রের লাল রঙা খবর রাষ্ট্র করে দিতে যে জীবন অল্পেই ছেঁটে গেলো
তার বার্তা-বাক্সের ওপারে থাকা যুবতীও আজ কথা হারানোর দেশে।  
জুলাই! প্রেমখেকো জুলাই, প্রেমকে রাজপথে নামানো জুলাই,
প্রেমকে সর্বজনীন, সত্য, পবিত্র ও শাশ্বত করা জুলাই।