ব্যর্থ স্পর্শেও জেগে থাকে ধ্রুপদী পিপাসা
শৈল্পিক অনুভূতির নেশায়  কেটে যায় জীবন
অনুর্বর মাঠে বর্ষাধারা নামবে বলে
ফসলের ক্ষুধায় অপেক্ষারত কৃষকের চোখ।
যে কৃষক প্রেমের ফসল ফলায়
তাঁর কপালে লালসালুর আটনি।
ক্ষুধার্ত ঠোঁটের আঁকিবুকির নেশায়
আজও রক্ষিত তাঁর ললাট।
কোনো এক সূর্যগ্রহণের বেলায়
আঁধারের আলখাল্লায় না দেখেই
হবে চুম্বনে করা চুক্তি।