কালোকে ছেড়েছিলে অকালে,
বেঁচে থাকার প্রয়োজনে ধরেই নিয়েছিলে,
নিস্তব্ধ রাতের তিমিরের বেদিতে
মন খারাপের পুষ্পার্ঘ সঁপে
দুঃখের সাথে আলোচনা সেরে
বদলে নিবে জীবনের পথ।
উলটো, জীবন সমরের তপ্ত ভূমিতে
দুর্গন্ধই ধরে বসল জীবনের হাল।
বদলানো পৃথিবী, মানুষের মুখ,
মুখের মুখোশ, মুখোশের অবয়ব
সবই তো ধরে বসল;
উপড়ে নিল ভালোবাসা, সম্ভাবনা,
বেঁচে থাকার শুভ সংবাদ।
কাঁটাতারের শান্তি চুক্তির ভেদ ভেঙ্গে
বিনিময়ে ভিজেছিল অধরের ছাপ।
পারস্পরিক শিহরণের আদান-প্রদানে
জেকে বসেছিল জীবনের উত্তাপ।
সে উত্তাপের ফিকে ঠোঁট আজ
উষ্ণতা বিনাকারে হিম, প্রাণহীন।
জীবনভর আলিঙ্গন ক্ষুধার বক্ষ জুড়ে
সে এক শূন্যতার আর্তনাদ,
বার্ধক্যের সংজ্ঞাহীন ফিকে রেখাপাত।
সায়াহ্নের গোধূলী আসবে বলে,
কালো মেঘেও ছিল প্রত্যাশার নবপল্লব,
সমস্বরে ধ্বনিত ছিল-
'ভালোবাসা দে বাটপাড়'।
উপলব্ধির ঝুলিতে বাজেয়াপ্ত পঙ্কতি-
'ভালোবাসার চেয়ে বড় কোন ক্ষুধা নেই,
প্রেমের চেয়ে বড় কোন তৃষ্ণা নেই',
সুষম বণ্টনে প্রেমের আকাল কাটুক'।