ক্লান্ত চোখে আসন পেতে বসে ঘুম।
দেহ জিরোয়, মন উপসর্গহীন,
ছেলেটি আসবে বলে
পরাজয়ের সাথে বিদ্রোহ করে জেগে আছে মেয়েটি।
নিস্তব্ধতায় শুনশান রাত,
হুইসেলের শব্দে চোরের সতর্কতা,
মনের দরজায় চাপা শিকলের বাধা,
ছেলেটিকে জড়াবে বলে,
উত্তাপ-আয়েশের নেশায় সাড়ে তিন হাতের দেহ।
ছেলেটি কবে আসবে, নাকি আসবে না,
মরীচিকার মোহে ভরা আশ্বাসের বিশ্বাসে
বাতায়নপাশে ভেসে ওঠে প্রশ্বাসেরা,
স্মৃতিরা কালো হয়, আলোরা হারিয়ে যায়,
জেগে থাকে স্বপ্নেরা, অভিযোগের পাহাড়ে।
সব স্বপ্নই তো অশান্তির প্রসূতি।