কয়েক কোটি লাশের মাঝেও মিশে যাওয়া একটি নাম,
ভালবাসাসিক্ত আত্মার অতৃপ্ত আর্তনাদ,
সমাপ্তির সীমারেখায় পূর্ণতাকে অধরা রাখার অনুযোগ,
জমানো ক্ষোভের উত্তাপে পুড়ে হওয়া ছাই,
বাতাসে মিশে যাওয়া অভিযোগের ধূলিকণা,
এখনও আমাকে তাড়িত করে চলে।
এন্টার্কটিকার একাকী পেঙ্গুইন হয়ে,
আমি এক সঙ্গীহীন নাবিক।
আমার শূন্যতার জলহীন নদীর ওপারে যদি
হঠাৎ হারিয়ে যাই-
ফিরে পাওয়ার উত্তাপে-আহ্বানে রেখো আমায়।
কাল বোশেখী বা পশ্চিমার টর্নেডো হয়ে হয়ত,
ঝড়েও গড়ে উঠবে ইমারত, প্রত্যাশার জীবন।

আত্মাকে স্পর্শ করা সমস্ত বোধেরাও যখন
বুলেটের মতো অনুতপ্ত নির্যাসে জীবনকে ভেদ করবে,
পানিপান করাতে গিয়ে আকাশের ঠাঁই পাওয়া নক্ষত্ররা যখন
নতুন করে অভিযোগের স্রোতে ফিরবে,
আপ্যায়নের পসরা নিয়ে তুমিও সরব থেকো।
মহাকালের গর্ভে, দায়বদ্ধতার মায়াজালে
ময়লাকে কয়লা করতে যারা জীবন খোয়ালো,
স্নিগ্ধ-কদার্য চোখে তাঁদের জন্যেও ভালোবাসার বয়ান রেখো
দু-ঠোঁটের ঐ মুখে উচ্চারণ করো ইতিহাস চেতনার চেয়েও শক্তিশালী।