প্রসূতি মায়ের মৃত সন্তান-স্বাধীনতা,
প্রাণের খোঁজে বুঁদ হয়ে থাকা দেহ,
দাঁড় কাকের গলার ঝুলিয়ে দেয়া মন-
সবই আজ ত্রস্ত পাখির মতো ডানা ঝাঁপটায়।
অবৈধকে বৈধতা দিয়ে, মরণকে তুচ্ছ করে,
যারা অনাচারে হুংকার ছোড়ে, আশার গান গায়,
সময়ের বদল তারা মিথ্যেবাদী, বক ধার্মিক।
প্রয়োজনের পথ্য পেয়ে শিরা-উপশিরার কম্পন
শব্দ ও প্রতিবাদ হয়ে মাটিতে আসে,
মাটির মানুষেরা বিপ্লব কুড়ায়, অভ্যুত্থান আসে।

ঘাতকের গুলিবিদ্ধ রক্তাক্ত লাশের বুকে
নববধুর মেহেদীর রং, ঝাঁঝরা অক্ষর।
সন্তানহারা নির্বাক মায়ের বুকে
নিথর দেহের মুখের অবয়ব, জমানো পাথর।
সুন্দরবনের সুদূর থেকে নয়,
আইলা-সিডর-টর্নেডো নামে বদ্বীপে
চতুর্থমুখী নিম্নচাপ কেন্দ্রীভূত হয়,
মানুষেরা পাখি হয়ে যায়,
শোষকেরা শিকারি বনে,
নিরুপায় বুলেটে বিদ্ধ হয় দেহ,
রক্তিম বুলেটে চলে তুলি,
রক্তের কালিতে ভরে মাটির ক্যানভাস।

এভাবেই বোধহয়- মানুষেরা পাখি হয়ে যায়।