নিষেধের দেয়ালের সমস্ত ছিদ্রে আমি কান পেতেছিলাম
বিপ্লবীরা প্রেমের গল্প করবে বলে
সজাগ কানের প্রহরীর মতো নির্ঘুম রাতে কাটিয়েও
হতাশার পশ্চাৎপদ সংবাদে আমার থমকে দাঁড়ানো।
প্রেমের বদলে সময়ের যে আওয়াজ আমার কানকে দূষিত করল
তুমি, আমি ও সে- আমরা সবাই একই সিস্টেমে আবদ্ধ মেশিন।
সুরেলা সুরের লোভে যে কর্কশ চিৎকার আমাদের মোহ ছুটিয়ে দিল,
নিষ্প্রভ অগ্নিশিখার মতো- আমরা তাঁর আদর্শ ভুক্তভোগী ।
লজ্জাহীন, নিষ্প্রভ যে ছুঁড়ির আঘাতে স্রোতে লাল আভা মেশে
ক্যানভাসের তুলিতে লালের জোগানদার আমরা সেই রঙের কাঁচামাল।
জানালাহীন বদ্ধ কক্ষের বিষণ্নতার মাঝেও জানালার খোঁজ সরব করে সময়কে
ফাঁটল ধরা দেয়ালের ফাঁকে সততা বেচে পালিয়ে যায় সভ্যতার আদর্শ।
যুগ-যুগান্তরে সত্যেরা সব খোলসমোচিত সর্পমাত্র।