প্রশান্ত অদূরে, কণ্টকিত আঁধারে চাঁদের বিরুদ্ধে মানববন্ধন চলছে
কিছু কালো মেঘ, বাঁদুর ও হুতুম পেঁচাও যোগ দিয়েছে সেখানে।
'প্রভাচোরা চাঁদকে নিষিদ্ধ করো,
আত্মসম্মানে লাগাম ধরো'
বিবিধ স্লোগানে কম্পিত শহর,
হায়েনাদের বায়েনাতে নবরূপে পুরোনো কিসিম।
একটা দাঁড়কাক তার দারিদ্রতার লজ্জ্বা নিয়ে
দ্বিধাবিভক্ত মনের ভাবনায়
সংশয়কে দীর্ঘায়িত করছে।
সূর্যের আলো ডুবে গিয়ে যে রাত নেমেছে শহরে
তার শেষে ভোর হওয়ার আগমনি গান
এখানে এখনও পৌঁছায়নি।
চঞ্চুতে সততা নিয়ে ডজনখানেক ধলা বকও উড়ছে চারপাশে!
ডানার ঝাঁপটানিতে সততার যে উন্মাদনা
তার মূল্য বোধয় এক মানবন্ধনেই খুইয়ে যাবে-
নাটককে নিয়ে নাটক।
যে গৌরব হিংস্র অতীতের গর্ভে,
তাকে ম্লান ও মলিন করেই পেটপুঁজো করেছে আমলারা,
যে গল্প ইতিহাসকে উজ্জ্বল করে
তাও আজ ক্ষোভ ও আক্ষেপের অনুষঙ্গ।
স্বেচ্ছাচারীদের জ্যোৎস্না প্রেমের গল্প উঠে যায়,
নিরুপায় চাঁদ হারিয়ে যায়, মেঘেরা নামে গলিত ধারায়
আঁধারের পৃথিবীতেই বর্ধিত খোলসে জীবন হাসে,
মুখাভিনয়ের সংকেতপূর্ণ সত্যবচনে উঠে আসে
জাগরণের অমোঘ বাণী-
'জেগে ওঠো বদ্বীপ, সুদিন ছিড়ে আনো।'