একটা বিষণ্ন চাঁদ উঠেছে
কুয়াশা ধোঁয়া আসমানে
চাদরে মোড়ানো স্বপ্নেরা জ্যোৎস্না দেখতে
বাইরে বেরোলো-
ক্লান্ত স্বরে সুর নিয়ে বিদায়ী রেওয়াজে
আমাদের বেসুরা মন।
বিদায়ী আলিঙ্গনে যে বিহঙ্গমা
একাগ্র শিকারির আহার হয়েছে,
সেও কিছুক্ষণ এ চাঁদের আলোয় প্রেম জমিয়েছে।

সোনালি ভোরের পর যে সূর্য আলো ছড়াতে ব্যস্ত,
চাঁদের থেকে সে অধিকারবঞ্চিত
মূল্যবোধের মায়ায় মূল্যহীন,
বিরক্তিকর, বিদায় প্রত্যাশী।
সূর্যের লাল চুম্বনকে উপেক্ষা করে
ধূসর আলোয় সাদাকালো পৃথিবীতেই তো
প্রেমখেকোদের অবাধ বিচরণ।
উজ্জ্বল দিনকে উপেক্ষা করে
সাদাকালো রাতের যে আসর জমে
তা-কি নেহাত ঐ লাল রং এড়ানোর পাঁয়তারা?

ভালোবেসে বিরহে পোড়া মনও হয়তো
নির্বাক সময়ে সাদা-কালো খোঁজে,
দুঃখে কাতরায়, অবচেতনে কাঁদে
যদি না-ই কাঁদত,
পৃথিবীতে এত জল কোত্থেকে এলো।