জানালার গ্রিলে অনামিকার মুষ্টি আটকে
অপেক্ষারা জড় হচ্ছে, ভেঙ্গে দিচ্ছে ধৈর্যের বাধ।
বুকের মধ্যখানে জমে থাকা নির্বাক তেজ
জেগে ওঠার আগেই নিঃশেষ।
স্বপ্নকে নিরুদ্দেশ করে, নির্ভরতার আলিঙ্গনে
যে জীবন বেজায় ব্যতিব্যস্ত, তাকে ঘিরেই আজকের গল্প।


স্বপ্নকে জবাই দিতে তার
খুব বেশি একটা সময় লাগে না।
আত্মবিনাশের পথে মৃত আত্মার জীবন্ত বিলাপ
অনেকের কাছেই অবয়বহীন।
অথচ ছেলেটির স্বপ্নের ছুড়িতে বিনাশ ঘটবে বলে
বাস্তবতার নিচে গলা পেতে বসে আছে মেয়েটি।
প্রকৃতিতে তখন আশ্বিন মাস,
সাদা শরতের ক্যানভাসে কালো মেঘের বৃষ্টি ধরা কান্না।


ঝরে পড়েও সংরক্ষিত বকুলের মতো
যে স্মৃতি ফুল হয়ে গেঁথে আছে,
তার রোমন্থন তৃষ্ণায় উত্তাল এ শহর।
জল দাও, তেষ্টা মেটাও, শান্তিবৃষ্টি নামাও।
আদতে, সব না পাওয়াই যে ব্যর্থতার সমার্থক ঘটনা।