ভাই , তোমরা অমর হয়ে আছো
আমাদের হৃদয় জুড়ে ,
তোমাদের ত্যাগে দিয়ে গেছো বলে
আমাদের মুখের ভাষা বাংলা ।
ভাই , তোমাদের রক্তে
রাঙিয়ে গেছো শহরের রাজ পথ,
ভুলিনি মোরা তোমাদের ,
ইতিহাসের পাতায় রেখেছি সেই রক্ত
স্মরণে স্মরণে বাঙালী
তোমাদের স্মরণ করবে বলে ।
ভাই , তোমারা চলে গেছো
মায়ের বুক খালি করে ,
তোমাদের কারণে জেগেছে বাঙালী !
প্রতিটি মায়ের কোলে
সন্তানকে রেখে গেছো অমর করে
বাংলা ভাষার বুলি দিয়ে ।
ভাই, জনম জনম তোমাদের জন্য
কাঁদবে বাঙালী কাঁদবে মাতা ,
নতুন শিশু শিখবে মায়ের কোলে
তোমাদের ত্যাগে অর্জিত বাংলা বুলি।
ভাই , তোমাদের অপেক্ষায় আছে
কোটি কোটি বাঙালী !
কবে আসবে ফেব্রুয়ারির ২১ তারিখ ?
তোমাদের স্মরণে রাজ পথে ভিরবে বলে
অমর শহীদ র্যালি ।
ভাই , শহীদ মিনারে জমাবে ভীর লাখো বাঙালী জনতা
তোমাদের স্মরণে মিনারে দিবে ফুল
বাঙালীর আত্মার সাথে মিশে আছো তোমরা
বাঙালী কখনো তোদের চিনতে করবেনা ভুল।
ভাই , যতদিন থাকবে বাংলা
ততদিন থাকবে তোমরা
এই বাংলার প্রান্তর থেকে প্রান্তে
ইতিহাসে তোমরা হয়ে থাকবে
অমর বাংলার ফুল।