হে সাহসী নাবিক হাল ছেড়োনা
শক্ত হাতে হাল ধর বিশ্বাস রাখ মনে ,
জয় তোমার হবেই হবে !
তোমাকে থামাতে পারে কোণ জনে?
হাতে যদি থাকে তোমার বল
বুকে যদি থাকে তারুণ্যের সাহস
মাথা নত নয় এই উথাল সমুদ্র স্রোতে
তিন শত সহ যাত্রীর শক্তি আছে তোমার মনে।
হে নির্ভীক নাবিক ভরসা রাখ মনে
সমুদ্র নাম বলেই তার বুকে স্রোত
সাহস আছে বলেই তুমি নাবিক
ভয়ংকর ঢেউ ভাঙতে পার তুমি
সমুদ্রের ভয়ানক ডাক শুনে ।
হে সাহসী নাবিক
আকাশে গর্জে উঠেছে মেঘ
সন্ধ্যা ঘনিয়ে আঁধার হয়ে গেছে পশ্চিমের আকাশ
বাতাসে উত্তাল সমুদ্রের জল রাশি
ভয়ভীতির মাঝে সহ যাত্রীদের আর্তনাদ ,
হে সাহসী নাবিক দূর করে দাও
নগ্নতার আলো ভয়ানক তিমির রাত্রি ,
ভেঙ্গে চুরে যাক তোমার তরি তবুও হাল ছেড়োনা
শক্ত হাতে হাল ধর কেটে যাবে আঁধারের প্রহর ।
হে সাহসী নাবিক চেতনার অন্তমিলে আলোকিত তিমির রাত্রী,
ঐ পূবের আকাশে দেখো সোনালী আলো
তোমার সাহসে কেটে গেল বিঘ্নবিপদ
যাত্রীরা খুজে পেল নতুন জীবন সুন্দর দিন
দুর্লভ বস্তুতেও শোধ হবেনা তোমার ঋণ।