সমধারা,
খোঁজে তরুণ খোঁজে তারুণ্য
সমান তালে সমান পথে
ছুটে চলে প্রতিভার সন্ধানে
নবীন প্রবীণ এক সাথে ।
সমধারা,
দিতে চায় কবির মান
কেবা নারী কেবা পুরুষ
কোন বেদাবেদ নেই
দিতে প্রস্তুত সবার সম্মান।
সমধারায় ,
সব জাতিই সমান
ধর্ম বর্ণের বেদাবেদ ভুলে
একি গলে একি সাথে মিশে
গাইতে শিখেছে সাম্যের গান।
সমধারা ,
সব দিগন্তে সমান
যেথাই বাঙালী সেথাই সমধারা
যেথাই বাংলা সেথাই সমধারা
প্রতিভার সন্ধানে জাগ্রত কবির প্রান।