যৌবন এ আবার কেমন !
কোথা থেকে আসে কোথা চলে যায়
বলতে পারকি কেউ তার বাস ভবন?
যৌবন কোথা গেলে পাই
কোথা তারে খুঁজি দুই চক্ষু মেলে ,
কোথা মিলে এমন ধন ?
যৌবন বলে বলে কাঁদে নারী
বসন্তের ফুল ফুটেছে তার বয়সে
কোথা থেকে আসবে ভ্রমর
ফুলের মধু চুম্মনে হবে কারা কারি ।
যৌবন জ্বলায় কি আসে যায়
আছে কি তার কোন স্মৃতি চিহ্ন
যৌবনের নামে কজন দিতে চাও পাড়ি?