আয়রে প্রিয়া আজ নিশীথে বসি দুজন
বাহুতে বাহুতে শিহরিত হবে
সুখ লীলায় যত্ন নেই দুজন-দুজনার।
আকাশে বাতাসে ছড়িয়ে যাবে সুভাস
অমর হয়ে বাজবে শ্যামের বাঁশি
ফুলের বনে হবে ভ্রমরের আমন্ত্রণ।
প্রিয়া চেয়ে দ্যাখ ,
আকাশে মিলেছে লক্ষ কোটি তারা
মিটিমিটি আলোতে দ্যাখ ক্রন্দন তাদের
চন্দ্রের আলোতে চারদিক আলোকিত
মেঘের ছায়ার লুকিয়ে আছি মোরা।
প্রিয়া দিঘির জলে দ্যাখ শাপলা ফুটেছে
চন্দ্রের আলোতে দ্যাখ উজ্জল কত
মাঝে মাঝে মৃধু বাতাসে দোল খেয়ে যায় ওরা।
আয়রে প্রিয়া রাতের আকাশ গভীর এখন
ফুলের বনে হারিয়ে যাই গড়বো বলে নতুন বিশ্ব
আমাদের প্রেমের সাক্ষী হয়ে রবে ওরা।
প্রিয়া, প্রিয়ারে অভিমানে কেন মুখ ঢাকিস
প্রেমের জোয়ার বইছে মনে চলে আয় এখন
পরে কি পাবি এমন প্রেমের ধারা?
চলে যাবে প্রেম প্রকৃতির মাঝে
তুই আর আমি হয়ে যাবো প্রেম শুন্য
প্রেম যে তখন করবে মোদের তাড়া।
রচনাকালঃ- ২৪-১২-২০১৫
স্থানঃ- সিটি ইউনিভার্সিটি