একটা নতুন ইতিহাস গড়তে হবে
দলে দলে শ্লোগানে মুখরিত করতে হবে বাংলার প্রান্তর
সোচ্ছার হতে হবে বাঙালীদের ধর্ম বর্ণ হিংসা বিদ্বেষ ভুলে
হাতে হাত রেখে এক হতে হবে একসাথে ।
প্রতিজন বাঙ্গালির হাতে থাকবে রং বেরঙের ব্যানার
চেতনার বুলি মুখে নিয়ে বুকে সাহস নিয়ে
রুখে দাড়াতে হবে বাংলা প্রেমী বাঙ্গালী জনতাকে ,
গর্জে উঠতে হবে শোষণের বিরুদ্ধে শহরে বন্দরে গ্রাম গঞ্জে ,
যেখানে বাংলার বুলি সেখানে থাকবে আমাদের গর্জিত জনতা ।
ইতিহাস গড়তে হবে সোনালী বাংলার বুকে ,
নতুনের আহবানে উল্লাসিত করে তুলতে হবে পুরো বাংলা।
বিপ্লবী তরুণের হাতের মুঠোই তুলে দিতে হবে আগামী দিনের প্রদীপ।
নতুন ইতিহাসে থাকবেনা কোন ধনী গরিব উচু নীচুর বেদাবেদ,
সর্ব স্তরের কন্ঠে থাকবে প্রতিবাদের কথা
দেশ রক্ষার কথা থাকবে স্বাধীনতার কথা।
নতুন ইতিহাসের মানুষ হবে জুলুম মুক্ত অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে
পথ দেখাতে মরিহা হয়ে উঠবে তাদের চেতনা তরুণ প্রজন্মের পথে।
এখানে থাকবেনা নবীন প্রবীণের বেদাবেন
থাকবেনা ব্যর্থতার লাজ, সবাই থাকবে সবার তরে।
বাংলার বুকে বাংলার প্রানে , বাংলার গানে গানে থাকবে ইতিহাসের বুলি ।
এসো ইতিহাস গড়ি এক সাথে একি পথে শহরে বন্দরে সোচ্চার করে তুলি আমাদের জাতির কর্ম ধর্ম বর্ণ ।
সব কিছু ভুলে সোনার বাংলায় নবরূপের সুর তুলি
হাতে হাত রেখে বুকে বল নিয়ে সাহসের বানী নিয়ে
বাংলার প্রান্তর থেকে প্রান্তরে।