জীবন তরি চলছে নিরবধি
ছোট যে চলার পথ ,
ক্ষনে ক্ষনে তরি থামছে আবার,
নিয়ে চলছে নতুনের শপথ ।
তিন কালের জীবন তরি চলার পণ
অকালে মিলিয়ে যায়,
এক কাল করে খেলা কেটে যায় সারা বেলা,
শেষ হলে ফিরে আসে তরির অন্য বাহন।
জানেনা তরি থামতে কোথাও
নিয়মের বাহিরে ,
এ পাড় থেকে ও পাড় আসা যাওয়া তার
চলে গেলে যাবে নাকি সব কিছু ছিঁড়ে ।
এক কাল গেল তরির কিনারায় পড়ে
আর এক কাল ঘুরে ফিরে ,
তিন কালে তরি হারিয়ে গেল বুঝি
বাঁধার প্রাচীর ছিঁড়ে ।