বেজেছিল শানাই আনন্দের সুরে ধুমধামে ছিল সারা বাড়ী ,
বুজিনি আমার আদরের সন্তান যাবে বুজি আমায় ছাড়ি ।
কত কথা আদরের সন্তানের আসে শুধু ভেসে
সন্তান বুঝি চলে যাবে এবার অন্য রুপের বেশে ।
যদিও আছে হাসি আমার সর্ব লোকের মাঝে ,
আমি বড় অসহায় হবো , কে থাকবে আমার পাশে ?
যে দুই কন্যা ছিল আমার ঘরে মায়ার বাতি
তারা বুঝি চলে গেল, আছি পড়ে একাকী ।
কত স্বপ্ন ছিল জীবনে আমার কত ছিল আশা ,
দুই কন্যার মাঝে আমার হবে সুখের বাসা ।
সারা দিন থাকবো হৈ –হুল্লোতে নাতি নাতনীদের নিয়ে ,
কে জানে দূর পথে আমার তাকিয়ে থাকতে হবে ,
দেখতে হবে তাদের গিয়ে ।
এখন আমি একা, একাই কাটাই দিন
মাঝে মাঝে কানে আসে কন্ঠ আমার আদরের কন্যাদের ,
বাবা তুমি কেমন আছো কেমন কাটছে দিন ?
বলি বাবা ভালো কাটছে , অন্তরে কান্নার বীণ ।
দিনের আলো আসে যখন লাগে তখন ভালো
এ পথ থেকে ও পথে ঘুরি লাগে অনেক ভালো ।
দিনের শেষে আসে যখন রাত্রির অন্ধকার
আমার বুকে জমতে থাকে স্মৃতিরও পাহাড় ।
পড়ে থাকি একা পাইনা কারো দেখা
মাঝে মাঝে দেখতে আসে শোধ করতে তাদের ঋণ ।
যে কথা বলার ছিল আদরের কন্যাদের সাথে আজ তারা দূরে
কথা বলি চাঁদের সাথে , প্রকৃতির সাথে,কবির কবিতার সাথে,
ভাবতে ভাবতে কেটে যায় আমার দিন ।