যদি চলে যাই শোন প্রিয় আমি আর ফিরবোনা ।
তোমার প্রাণে আর দিবোনা আমার বাঁকানো দৃষ্টি
কখনো বলবো না তোমার ছলা কলার কথা,
গাইতে যাবোনা তোমায় নিয়ে নতুন কোন গান ,
আর খুঁজবো না কোন কবিতা আমার এ হাতে প্রিয় ।
যাবার আগে জানতে ইচ্ছে করে কেমন আছ তুমি ?
কি সুখে আছ, নাকি আমার মতো দুঃখের পাল তোলা নদী পাড়ি
দিচ্ছো নাম না জানা কোন এক অজানা পথে বসে ?
খুব জানতে ইচ্ছে করে প্রিয় খুব জানতে ইচ্ছে করে ।
আমার যাবার সময় হয়েছে এবার আসবো না আর ফিরে
শুধু বলি তোমাকে যদি কখন ও মনে পরে আমায়,
নাম বলে ডাক দিও ।
আমি যদি ও ফিরে না আসি
তবে আমার এ হিয়া আসবে ফিরে তোমার ডাকে ।
মনে পড়লে ডাক দিও প্রিয় ডাক দিও ।
বলি শোন,
তোমাকে ভালবাসি কত আকাশে তাঁরা আছে যত ,
রাশি রাশি এখন আর চাইলেও কাছে পাবোনা
আমি যে একা এই একলা পথের যাত্রী ।
চলে যাবো যে ফেলে তোমায়
চাইলেও ফিরবোনা প্রিয় চাইলো ফিরবোনা ।
এখন আর অপেক্ষা করতে হবেনা আমার জন্যে
গভীর নিশীথে বসে খাবারের বাসন সামনে রেখে ।
জাগতে হবেনা তোমাকে খুব সকাল সকাল ।
গুছিয়ে রাখতে হবেনা তোমার,
আমার সব জামা কাপড় অফিসে যাবো বলে।
আমি যে চলে যাবো প্রিয় ফিরবোনা আর ফিরবোনা ।
এখন রাগ করে চলে গেলেও ডাকতে যাবোনা
বলতে যাবোনা এবারের মত ক্ষমা করও আমায়।
আর ভুল হবেনা, তোমার অমতে হবেনা আর কিছু
আমি যে চলে যাবো প্রিয় চলে যাবো ।
অনেক বার হাজার বার লক্ষ বার কোটি বার
ডাকলেও ফিরবোনা আর ফিরবোনা আমি আর ফিরবোনা ।