আমার চিত্তে নাহি সুখ,
যার প্রাণে চাই আমি খুঁজে পাই সব দুঃখ ।
এ কেমন জীবন আমার প্রেম না করে পাই শোঁক !
প্রেমের জীবন আসে আমার কল্পনারি গোঁরে,
আশা রাখি পাবো তারে আবার যায় যে চলে ।
আমি কেমন প্রেমিক,
মনের কথা মনে রেখে গুমরে যাই কেঁদে ,
প্রেম কি আমার সামনে এসে অচেনা ভেবে যায় চলে ?
আমি তো প্রেমের কাঙ্গাল!
প্রেমের টানে খুঁজে যাই সখী কবিতারি ছলে ।
এ ডাল থেকে ও ডালে ঘুরি প্রেমের খোঁজে আমি,
প্রেম কি আমার সামনে এসে করে পাগলামি ?
আমি যে প্রেমের পাগল, প্রেম নামটি আমার কাছে সব চাইতে দামী ।
তবে কেনো প্রেম না করে, প্রেমের জ্বালা নীরবে সইবো আমি ?
আমি তো পাইনি আজো তারে!
তবে কেনো প্রেম এসে বারে বারে জ্বালা দেয় আমারে ?
আমি কি প্রেমে পড়েছি!
প্রেমের নামে কাউকে আমার সাথে জড়িয়েছি!
তবে কেনো প্রেমের কথা বারে বারে আসে বেদনা ভরা এ মনে ?
আমি তো শুধু মানব প্রেমিক নয় !
যে রমনীর টানে চলে যাবো এ প্রাণ থেকে ও প্রাণে ।
আমি তো বিশ্ব প্রেমিক ছুটে চলি তাই এ বিশ্ব থেকে দূর বিশ্বে ,
ক্ষনির মাঝে হাসি আমি আবার ভাসি কান্নার বানে ।
আমি ভাসি প্রকৃতির প্রেমের বানে, সৃষ্টির বানে, ভাসি দুঃখ কষ্টের বানে ,
আমার বান ক্ষনে আসে কঠিনের চেয়ে ও কঠিন হয়ে ,
আবার ক্ষনে আসে শান্ত নিবির ছায়ায় ভালবাসার ছাউনি হয়ে ।
আমার চোখে জল গড়িয়ে আসে
যখন দেখি এ সমাজের কষ্ট,
চোখের সামনে যখন দেখি ছোট্ট শিশুটি ক্ষুধার জ্বালায়
কাঁতর হয়ে মা মা বলে কাঁদছে
আমি অসুস্থ হয়ে যাই তখন ।
ভালোবাসা নামটি আছে বলে
তখন আমার হৃদয় বৃক্ষে বাসা বাঁধে না ।
মন চায় তখন হয়ে উঠি সমাজের হিংস্র মানব,
ধবংস করতে সমাজের সেই সব অধিপতিদের
যারা সেবার নামে সমাজে হয়ে আছে হিংস্র ,
যাদের মন কাঁদে না অনাহারীদের জন্যে ।
আমার মন কাঁদে
যখন দেখি চাতক পাখি শিকার হয়েছে কোন শিকারির হাতে
যখন থেমে যায় তার মধুর ডাকাডাকি ,
ইচ্ছে হয় ফেলে দেই শিকারীর মাথার খুলি চাতকের মত !
বুঝিয়ে দেই পাখির কান্নার বেদনা ।
আমার কান্না আসে যখন দেখি কোন প্রানীর বোবা কান্না
সন্তানের জন্ম হয়েছে অথছ বাঁচল না
যার চোখের দিকে তাকালে
দেখা যায় ঝরে মায়ার অশ্রু অথছ বলতে পারছেনা ।
আমি অবাক হয়ে যাই !
যখন দেখি হিংস্র বাঘ ফেলে দেয় মুখের শিকার
জন্মেছে বলে শিকারের বাচ্চা ।
তবে আমরা কি পারিনা ত্যাগ করতে হিংস্রতা ?
আমি ভাবি কবে আসবে সেই দিন ?
যেদিন থাকব মোরা একি গলে
একি বৃক্ষের একি ফল হয়ে।
আমরা তো মানব তবে কেন পারবোনা ?
আমাদের তো আছে মন আছে বুঝার ক্ষমতা
তবে কেনো বুঝবোনা অন্য মনের বেদনা ।
কবে আসবে আমাদের প্রকৃত প্রেম ভালবাসা
যে ভালবাসায় জয় করিবো সৃষ্টির মানব জাতী।
শুধু প্রহর গুনছি আসে যদি সেই সময়
আসে যদি সেই দিন তবেই বাজবে আমার ভালবাসার বীণ ।