কবিতায় যদি না ভাসে বাস্তব চিত্র
তবে কেনো লিখবো কবিতা ?
কবিতায় যদি না পাই আনন্দ বেদনার ছোঁয়া
তবে কেনো লিখবো কবিতা ?
কবিতা হবে সাম্যবাদীর
নতুবা হবে কোমলের চেয়ে কোমল কথার অধিকারি ।
আমি লিখতে চাই সেই কবিতা কিন্তু হারিয়ে ফেলি মনোবল ,
আসেনা বাস্তব চিত্র আসেনা কোমল ছায়া
আসে শধু কবিতার প্রতি মায়া আর মায়া ।
আমি লিখবো বলে ভাবি দেশের কবিতা,
লিখতে পারিনা, ভেসে আসে সেই স্মৃতি
যার মাঝে আছে হাহাকার আছে বেদনার পাহাড় ।
আমি তাদের কথা বলছি, যারা অসহায়ের মত পড়ে আছে রাস্তায়।
যাদের মুখে ভাত জুটবে কিনা তার কোন আশা নাই,
তবুও তারা বেছে আছে অনিয়মের গণ্ডির মাঝে ।
ঋতুর পর ঋতু বদলায় তবে বদলায় না তাদের অনিয়মের এই নিয়ম ।
আমি লিখবো বলে ভাবি তাদের কবিতা কিন্তু হারিয়ে ফেলি মনোবল ,
আসেনা তাদের চিত্র আসেনা মায়ার কান্না
আসে শুধু কবিতার প্রতি মায়া আর মায়া ।
আমি লিখবো বলে ভাবি তাঁদের নিয়ে
যারা পারে বন্ধীকে মুক্তি দিতে
অনাহারিকে একমুঠো খাবার এনে দিতে ।
যারা হয়ে আছে সমাজের মহান ব্যক্তির মহান অধিপতি,
মহানের চেয়ে মহা মানব ।
আমি লিখবো বলে ভাবি তাঁদের কবিতা
কিন্তু হারিয়ে ফেলি মনোবল
আসেনা তাঁদের চিত্র আসেনা তাঁদের মহান উধারতা ,
আসে শুধু কবিতার প্রতি মায়া আর মায়া ।
আমি লিখবো বলে ভাবি নিয়ে দেশের ন্যায় নীতি
যারা আমাদের কে দিয়েছে নতুন নতুন আবিষ্কার ।
যারা বিন্দু বিন্দু করে গড়ে দিয়েছে আমাদের দেশ কে তাঁদের নিয়ে ,
কিন্তু হারিয়ে ফেলি মনোবল আসেনা তাঁদের চিত্র
আসেনা জনতার বোবা কান্না যারা সইছে ব্যথা তবে বলতে পারেনা ।
আসে শুধু কবিতার প্রতি মায়া আর মায়া ।