প্রতি দিন চলে কত লোকের আনাগোনা
কেউবা খুশিতে কেউবা ফিরে যায় হয়ে আনমনা ,
কারো আসে জীবনের শেষ সময়
কারো আবার রক্ষা মিলে সইয্য করে কতনা যন্ত্রণা ।
কেহো চলে যায় খালি হাতে
বিলাপে বিলাপে বুলি ,
কারো কোল জুড়ে আসে সোনা মূখ
বলে নানান ধরনের বুলি ।
কারো দরকার চিকিৎসা কারো দরকার টাকা ,
যাদের আছে তারা বলে লাগবে কত বলো ?
বাড়ি গাড়ি বিক্রি করে দিবো চলো ,
যার নাই সে এসে হায় পা ধরে কত ।
মানে না ডাক্তারের মন বলে বেদনার বুলি
শোন হে অসহায় ,
কি লাভ হবে কেঁদে পা ধরে শত
নিয়ে আসো গিয়ে টাকা , সারতে হবে ক্ষত ।
তোমার বিলাপে আসিবে কি,
আমরা যে হয়ে আছি নতো
তোমার মত পড়ে আছে দেখ পা ধরে কত ,
আমাদেরো যে মানবের মন, সইয্য করবো কত ?