একটা দেশ চাই, দিয়ে দাও আমায় সেই দেশ ।
যে দেশে আছে শহীদের মীনার ,
সেই দেশ চাই আমায় দিয়ে দাও ।
যে দেশে বাজে অবিরাম সুখের সুর
দিয়ে দাও আমায় সেই দেশ ।
আমি গাইবো কোকিলের মত গান
গানের সুরে সুরে তুলবো আমার সেই দেশের বর্ণনা ,
যে দেশে ছিল লক্ষ্য মায়ের বীর সন্তান ,
যাদের কন্ঠ ধ্বনি এখনো ভাসছে আকাশে বাতাসে
যাদের কথা শুনে এসেছিল
কতনা ছেলে মায়ের বুক খালি করে
যুদ্ধ করবে বলে , আমি চাই সেই দেশ !
দিয়ে দাও আমায় দিয়ে দাও ।
আমি চাই সেই বাংলা
যে বাংলার জন্য পিছপা হয়নি মাওলানা ভাসানি
যার কথায় ভাসতো আগুনের কুণ্ডলী
মনে হত চলছে বন্ধুকের গুলি ,
আমি চাই সে বাংলা
দিয়ে দাও আমায় দিয়ে দাও ।
আমায় দিয়ে দাও সেই দেশ,
যে দেশে আছে বাংলার বাঘ
শে-রে-বাংলা এ কে ফজলুল হক
আমি চাই তাঁরি বাংলা,
দিয়ে দাও আমায় দিয়ে দাও ।
আমি হতে চাই সেই বাংলার ছেলে
যে বাংলার জন্য প্রাণ দিয়ে ছিল শত শত,
বন্ধি হয়েছিল কতনা মায়ের ছেলে ।
আমি হতে চাই সেই বাংলার ছেলে ,
সেই বাংলার ছেলে, সেই বাংলার ছেলে ।