কোন এক বিকেলে বসে ছিলাম তুমি আমি
শুনবো বোলে কিছু প্রেম কাহিনী ,
চারদিকে মৃধু বাতাস,
মাঝে মাঝে ভেসে আস্তো তোমার চুলের সুভাস,
ফুলের মালা গেঁথে দিতাম
হয়ে ক্ষণিকের মালী ।
বসন্তের ফুল তোমার চুলে
দেখতে লেগেছিল কতই সুন্দর,
চোখের পলক পড়তোনা মোর
তাকিয়ে থাকতাম এক পলকের দৃষ্টি দিয়ে,
বুঝিনি কখন হারিয়ে গিয়েছিলো সেই বিকের বেলা ।
সন্ধ্যার আকাশ যেন লাল হয়ে আছে
রক্তের আবরণে চারদিক,
খুঁজতাম কিছু স্মৃতি প্রেমের আড়ালে দুজন
হয়ে ডুবুরীর মতন ।
তুমি বলে ছিলে বলতে আমায়
বসে ছিলাম মোরা কত জন ,
ভেবে চিন্তে বলে ছিলাম তোমায়
দুটি দেহ ছিলো একমন ।
হাসা হাসির মাঝে ফিরে এলো আবার রাতের আকাশ
জোস্নার আলোতে তাকিয়ে থাকতাম
দেখতে লাগতো তোমায় কত ভালো ।
জানিনা কি ছিলো তোমার মনে ,
রাগের মাঝে ভাব দেখিয়ে বলতে চলো এবার চলো ।