তারুণ্যের আছে শক্তি আছে বল;
ধূসর মরুতে আনতে পারে জল।
ফোটাতে পারে ফুল;
যদি না হয় কোন ভুল।
সম্মুখ পানে ধায় ভেঙ্গে আগল।

পৌঁছাতে পারে লক্ষ্যে হোক দুর্গম।
বন্ধ করতে পারে সকল অনিয়ম;
ছিনিয়ে নিতে পারে জয়;
কোন কিছুতেই নেই ভয়।
তাদের দেখে সন্ত্রস্ত হয়ে পড়ে যম।

অসম্ভব সম্ভব করা তারুণ্যের ধর্ম;
সেই লক্ষ্যেই তারা করে চলে কর্ম।
অজর অমর অক্ষয়;
মানেনা কভু পরাজয়।  
নেই ভয় ডর লাগে না কোন বর্ম।

মনো মাঝে দিতে হবে সৃষ্টির তৃষা;
দেখাতে হবে তাদের পথের দিশা।
নইলে ধরবে সংহার মূর্তি;
অথবা চলতে থাকবে ফুর্তি।
সমাজে নেমে আসবে অমানিশা।

তারুণ্য সদা দুর্দমনীয় অকুতোভয়;
তারুণ্য কখনো মানে না পরাজয়।
ভালোবাসায় লেনাদেনা;
তারুণ্যকে যায় না কেনা।
তারুণ্যের শক্তি ছিনে নেয় বিজয়।
তারিখ: ২৯-০৮-২০২৪ ইং;