মন্দ মাঝে খুঁজে দেখ পাবে ছন্দ;
জীবনের সকল পথ থাকেনা বন্ধ।
অন্তর্দৃষ্টি দিয়ে দেখ খুঁজে;
থাকিও না দু’চোখ বুজে।
দূর হয়ে যাবে মনের সকল দ্বন্দ্ব।

কারফিউ করেছে বন্ধ বহিঃগমণ;
বৃদ্ধি হয়েছে পারিবারিক বন্ধন।
টোনাটুনি একসাথ;
কাটাচ্ছে দিন রাত।
আনন্দে ঝলমল দু’ জনার মন।

ইন্টারনেটের যোগাযোগ পুরা বন্ধ;
কমে গিয়েছে তাই স্বামী-স্ত্রী দ্বন্দ্ব।
সোসাল মিডিয়া অচল;
পরকীয়া এখন বিকল।
দাম্পত্য জীবনে ফিরেছে নব ছন্দ।

দোকানপাট সব বন্ধ নেই তরকারী;
ডাল ভাতে কোনমতে দিনটা পারি।
পয়সাটা আজ গেল বেঁচে;
টানাটানি নেই মাস শেষে।
খেতে হবেনা এ মাসে গিন্নীর ঝাড়ি।

ছেলে-মেয়েরা থাকে দেশের বাইরে;
ব্যস্ত তারা কথা বলার সময় নাইরে।
দেশে মায়ের কাজ নেই;
বার বার কথা বলা চাই।
ফ্রি কল নাই স্বস্তির নিঃশ্বাস পাইরে।

প্রিপেইড মিটার চার্জের সুযোগ নেই;
পয়সা সাশ্রয় মোমের আলোয় খাই।
পোলাপান খুশিতে আটখান;
পড়া নেই বইছে খুশির বান।
আন্ধার রাত বেসুরা গলায় গান গাই।

বিরোধী দল আন্দোলন জমাতে ব্যর্থ;
ছাত্র আন্দোলনে করল উদ্ধার স্বার্থ।
ছাত্রদের কাঁধে দিয়ে পা;
করে চলছে হাম্বা হাম্বা।
যত পড়ছে লাশ বলছে তারা যথার্থ।

কবি সাহিত্যিক লেখকের পোয়াবার;
নেই কাজ খৈ ভাজ কলম কারবার।
লিখে চলে ছাইপাঁশ;
গিন্নী বলে নাও শ্বাস।
যতই চলুক লেখা লোক নাই পড়বার।
তারিখ: ২২-০৭-২০২৪ ইং;