তুমি আমার জীবনে পরশ পাথর;
তব একটু ছোঁয়ায় হইগো বিভোর।
তুমি আমার জীবনে পরশ পাথর;
তব একটু ছোঁয়ায় হইগো বিভোর।

বহুকাল ছিলেম কয়লার সাথে মিশে;
কখনো কেউ পায়নি আমার দিশে।
তুমি ধুয়ে মুছে বানালে মোরে সোনা;
তুমি আমার আপনা থেকে আপনা।

ছিলেম এক যাযাবর তুমি দিলে ঘর;
তুমি আমার জীবনে পরশ পাথর;
তব একটু ছোঁয়ায় হইগো বিভোর।

এসিডের ছোঁয়ায় সোনা হয় খাঁটি;
তব ছোঁয়ায় আমি হয়েছি পরিপাটি।
কখনো কাটে না আমার মনের ঘোর।
তাই থাকি সদা তব ধ্যানে বিভোর।

দেখলে তোমায় পুলকিত হয় অন্তর।
তুমি আমার জীবনে পরশ পাথর;
তব একটু ছোঁয়ায় হইগো বিভোর।

হাজার জনের মাঝে আমি উজ্জ্বল;
জঙ্গল মাঝে সাজালে তুমি মঙ্গল।
গাঢ় আঁধারে জ্বালিয়ে দিলে জোছনা;
মন মাঝে আনন্দ ভৈরবীর মূর্ছনা।

আলগা করনা বন্ধু তব বাহুডোর;
তুমি আমার জীবনে পরশ পাথর;
তব একটু ছোঁয়ায় হইগো বিভোর।
তারিখ: ২১-০৯-২০২৪ ইং;