নারী জীবন বহমান নদীর মতন;
শান্ত নদীতেও ঢেউ যখন তখন।
বরষায় নদীর যৌবন প্রাপ্তি ঘটে;
প্রিয় স্মৃতি ভেসে উঠে হৃদয় পটে।
উথলি উঠে তখন নদীর দু'কূল;
ভাসিয়ে নেয় গাছপালা বনফুল।
দিকভ্রান্ত হয়ে ছোটে সাগর পানে;
দু'ধার মুখরিত হয় কলকল তানে।
উন্মত্তা নদী গর্জে ওঠে ভাঙে কূল;
নারীও যৌবনে ভাঙে জাতি কুল।
ঝাঁপিয়ে পরে সে অশান্ত সাগরে;
যারে ভালবাসে সে প্রিয় হাত ধরে।
বর্ষার পর দু'ধার ফসলের সমাহার;
নিয়েছিল যা' ফিরে দেয় তা আবার।
নদীর বুকে জেগে উঠে নতুন চড়;
মানুষ আবার নতুন চড়ে বাঁধে ঘর।
নারীও প্রেয়সী থেকে হয়ে যায় মাতা;
সন্তানের আশ্রয়স্থল যিনি মহাত্রাতা।
গড়ে তোলে সুখী সমৃদ্ধ এক পরিবার;
নিজ কাঁধে তুলে নেয় পরিবারের ভার।
নদীর বুকে জল সদা করে কলকল;
নারীর চোখেও জল অকারণে ছলছল।
নারীও নদীর মতই উন্মত্তা আর উচ্ছল;
তার কাছেই পাবে পিপাসার সুমিষ্ট জল।
তারিখ: ০৭-১০-২০২৩ ইং;