ক্ষমতার কেন্দ্রে ওদের অবস্থান;
লেখে যায় সবার জীবনের গান।
রাখে দুনিয়ার সব খবর;
স্থান সবার মাথার উপর।
সবার কাছে আদায় করে সম্মান।
সম্পদের পাহাড়ের উপর দাঁড়িয়ে;
নেই ভয়ডর অন্যকে নেয় তাড়িয়ে।
মানুষকে করে তুচ্ছ জ্ঞান;
ক্ষমতা আর টাকাই জান।
অন্যের সম্পদ নিয়ে নেয় কাড়িয়ে।
সুখের রাজ্যে তাদের স্থায়ী বসবাস;
জনতাকে শুধু শুনিয়ে যায় আশ্বাস।
ফিরবে জনতার কাতারে!
নামবে কী অথৈ পাথারে?
পাগল নাকি ছেড়ে দিবে সুখের বাস?
তারা কী কভু নিজ সম্পদ বিলায়;
তাদের যত আছে তত আরো চায়।
টাকা আর ক্ষমতা প্রভু যার;
কেমনে যাবে সাথে জনতার!
সুখে থাকতে কাকে ভুতে কিলায়!!
তারিখ: ২৩-০৫-২০২৪ ইং;