এ লজ্জা আমি লুকাব কোথায়?
কেমনে দেখাব মুখ জগৎ সভায়?
এ লজ্জা আমি লুকাব কোথায়?
কেমনে দেখাব মুখ জগৎ সভায়?
চারিদিকে চলছে অন্যায় অবিচার;
সবখানে চলছে লুটের কারবার।
অর্থের কাছে বিক্রি মানবতা;
সততা সোনার দেশে বাতুলতা।
সব কিছুর বিচার হয় পয়সায়।
এ লজ্জা আমি লুকাব কোথায়?
কেমনে দেখাব মুখ জগৎ সভায়?
শিক্ষা কাল টাকা আয়ের হাতিয়ার;
শিক্ষা ধারে না তো ধার নৈতিকতার।
ছাত্র-শিক্ষক রাজনৈতিক আমলা;
সর্বত্রই নীতিহীনতা করছে হামলা।
দুর্নীতির সাথে মিশে গেল সবায়।
এ লজ্জা আমি লুকাব কোথায়?
কেমনে দেখাব মুখ জগৎ সভায়?
শিক্ষক যখন দুর্নীতিতে ভাষায় গা;
বন্দিত্বের শৃংখলে আটকে যায় পা।
শাসক যদি দুর্নীতির সাথে করে সন্ধি;
দেশ অনিয়মের কাছে হয়ে যায় বন্দী।
এভাবেই কি হবে জাতির পরাজয়।
এ লজ্জা আমি লুকাব কোথায়?
কেমনে দেখাব মুখ জগৎ সভায়?
চারদিকে এখন ঘোর অমানিশা;
আঁধারে হাতরাই পাইনা পথের দিশা।
শেষ হয়ে গেল বুঝি সব আশা;
সোনার দেশে দুর্নীতি বেঁধেছে বাসা।
এসো হে বীর অটল নৈতিকতায়;
মানিবো না আর জাতির পরাজয়।
এ লজ্জা আমি লুকাব কোথায়?
কেমনে দেখাব মুখ জগৎ সভায়?
তারিখ: ২২-০৯-২০২৪ ইং;