অন্ন ছাড়া বাঁচতে পারে না কোন প্রাণী;
এ কথা জীব জগতে সবাই মানি।
গৃহ মানুষের আবাসন;
গৃহ অভ্যন্তরে কাটায় সুখের জীবন।
বস্ত্র আব্রু রক্ষা ও শীত নিবারণ জন্য;
সবই মানব জীবনে অত্যাবশ্যকীয় পণ্য।
এগুলো থেকে জীবকে করে যে বঞ্চিত;
তার মাঝে মানুষত্ব নেই সঞ্চিত।
নিশ্চয়ই মানুষ নামের সে কলঙ্ক;
অনুসরণ করে নিশ্চয় ইবলিশের পদাঙ্ক।
প্রাগৈতিহাসিক কাল থেকে চলছে লড়াই;
চলছে দখল আর ক্ষমতার বড়াই।
গোত্রে গোত্রে চলে সম্পদ দখলের লড়াই;
বিজিতেরা সব ছেড়ে পালায় সবাই।
সেই ক্ষমতার দ্বন্দ্ব এখন আরো জোরদার;
সভ্যতা মানবতা জাতিসংঘ সব অসার।
রোহিঙ্গা ফিলিস্তিন দারুন দুর্দিন;
বাস্তহারা মানুষ নিরুপায় গুনছে দিন।
বিশ্ব বিবেক নির্বাক দেখেও ভাঙ্গে না ঘুম;
চলছে ক্ষমতাসীনদের বাস্তচ্যুত করার ধুম।
এই অমানবিকতার কোনদিন হবে কি শেষ;
জাগবে কবে মানবতা হবে শেষ হিংসা দ্বেষ?
তারিখ: ২৩-১১-২০২৪ ইং;