বানরের পিঠা ভাগের গল্প সবার জানা;
ভাগ করতে গিয়ে সাবাড় পিঠে খানা।
সিংহের কাছে ভাগ চাও;
মাথার মায়া ছেড়ে দাও।
ন্যায্য হিস্যার তখনেই হবে সমাধান;
বণ্ঠনের দায়িত্ব করে পালন বিবেকবান।

পাহাড়ার দায়িত্ব চোরের হাতে দাও তুলে;
দেশের লোক আহার নিদ্রা যাবে ভুলে।
বিধাতাকে করবে স্মরণ;
কখন যে কী হবে হরণ!
ভাবিয়া করি কাজ আখেরে পাব সুফল;
নইলে জীবন ছারখার চলে যাবে রসাতল।

সমাজপতি যখন সমাজ বিরোধী মাস্তান;
কেমনে থাকবে নিরাপদে মানুষের জান।
মানুষ একেবারে অসহায়;
দিবানিশি করে হায় হায়।  
দেশটা ভরে যায় পাপ-পঙ্কিল অনাচারে;
মান সম্মান জীবন ভয়ে মানুষ দেশ ছাড়ে।
তারিখ: ১৭-০৭-২০২৪ ইং;