আশিটা বছর হয়ে গেল পার;
জীবনে নেমেছে আঁধার।
চোখে ছানি ঝাপসা দৃষ্টি;
অকারনে চোখে নামে বৃষ্টি।  
জীবনের অর্থ হলো না জানা;
বুকের মাঝে শুধু দেয় হানা।

মনে হয় জীবন দুরন্ত কিশোর;
অকারনে করে শোর।
কখনো মনে হয় বাঁধ ভাঙ্গা নদী;
থামতে জানেনা দুর্বার গতি।
মুহূর্তে হয়ে যায় শান্ত সরবর;
নেই গতি ওঠে না কোন ঝড়।

মনে হয় ধূসর মরু শুষ্ক জীবন
নেই জল-ফল নেই বন।
কখনো আঁধারে ঢাকে জীবন;
পরক্ষণে আকাশে উজ্জ্বল অরুণ।  
কখনো দুঃখ ব্যথায় অস্থির;
ক্ষণকাল পরে খুশিতে অধীর।

মানুষের জীবনটা বড়ই জটিল
ষড়ঋতুর সাথে আছে মিল।
কখনো ঝড় পরক্ষণেই বৃষ্টি;
কী যে ঘটে সব অনাসৃষ্টি।
আছে ভালো-মন্দ উত্থান পতন।  
আনন্দ বেদনা নিয়েই মানব জীবন।
তারিখ: ১০-১১-২০২৪ ইং;